১০ দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন রেল যাত্রী ও নাগরিক মঞ্চের

Rail Deputation


১০ দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন ম্যানেজার কে ডেপুটেশন জমা দিল আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চ। 


আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শুক্রবার ১০ দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন সুপার কে ডেপুটেশন জমা দেওয়া হল।

মূল দাবি গুলি ছিল জিয়াগঞ্জ স্টেশনে আলাদা ও পূর্ন সময়ের রিজার্ভেশন টিকিট কাউন্টার চালু, নশীপুর রেল সেতু দিয়ে দ্রুত যাত্রী বাহি ট্রেন চালু, ধনধান্যে এক্সপ্রেস কে রোজ চালানো, লালগোলা লাইনে নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু করা, হলদিবাড়ী সুপারফাস্ট ট্রেন কে বাকি ৪ দিন নশীপুর সেতু দিয়ে (রানাঘাট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ দিয়ে) চালানো এবং সমস্ত লোকাল ট্রেনের স্টপেজ সহ নসিপুর রোড স্টেশন পুনরায় চালু করা ইত্যাদি। 



অন্যান্য সংগঠনের মধ্যে জিয়াগঞ্জ নাগরিক মঞ্চ, অখিল ভারতীয় গ্ৰহক পঞ্চায়েত, আরপা ইত্যাদির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন আহ্বায়ক সুভাষ পান্ডে, প্রতিষ্ঠাতা ড. রাজা ঘোষ, অরুনাশিষ ভট্টাচার্য, রাজু দাস, পার্থ ঘোষ, রাজেশ মন্ডল, রাজু দাস, সুদীপ পাল ও আরো অনেকে।