বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

Burdwan news



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বর্ধমানে। বাঁশ ও লোহার ব্যাড়িকেড ভাঙ্গার চেষ্টা বিজেপি কর্মীদের। বিজেপির ব্যারিকেড ভাঙ্গাকে ব্যর্থ করতে সক্রিয় পুলিশ প্রশাসন। পুলিশের প্রচেষ্টাকে ব্যর্থ করতেও তৎপর বিজেপি কর্মীরা।

আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা মতো গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানা ঘেরাও কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা পার্টি। এদিন তারা বর্ধমান কার্জন গেট থেকে মিছিল করে বর্ধমান সদর থানার সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। 


ভারতীয় জনতা পার্টির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সদর থানায় মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ বাহিনী।নামানো হয় র‌্যাফও।থানা ঘেরাও কর্মসূচিতে যাতে বিজেপি কর্মীরা থানায় ঢুকতে না পারে সেই কারণেই থানার সদর গেটের সামনে মোটা বাঁশ এবং লোহর রেলিং দিয়ো শক্ত পোক্ত ব্যাড়িকেড করে পুলিশ। পুলিশের শক্তপোক্ত ব্যাড়িকেড ভাঙ্গার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বিজেপির কর্মী সমর্থকেরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় বর্ধমান সদর থানার সামনে।