PM Modi-Muhammad Yunus: মোদীকে ফোন ইউনুসের, কি আলাপ হলো?

PM Modi-Muhammad Yunus


উত্তাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন নোবেলজয়ী ড মহম্মদ ইউনুস। নৈরাজ্যের বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার অনুরোধ করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নরেন্দ্র মোদীর কাছে ফোন আসলো ড মহম্মদ ইউনুসের। আর ফোন করে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেন।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কথা শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রফেসর মহম্মদ ইউনূসের থেকে আজ একটি ফোন পেলাম। বর্তমান পরিস্থিতি নিয়ে একে অপরের দৃষ্টিভঙ্গি জানিয়েছি। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি।


প্রসঙ্গত দেশজুড়ে আন্দোলনের জের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। ছেড়েছেন দেশ। জানা গিয়েছিল দেশ ছেড়ে ভারতে এসেছেন তিনি। তারপর তিনি এখন ভারতেই। এদিকে দেশে সরকারের পতন ঘটার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নির্দেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী ড মহম্মদ ইউনুসের নাম উঠে আসে। ছাত্রছাত্রীরাই চান তিনি হোন প্রধান উপদেষ্টা। শেষমেষ ছাত্রছাত্রীদের আবদারে সাড়া দিয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। 


ক্ষমতায় এসে মহম্মদ ইউনূস বলেছিলেন, 'আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করছি যে এই দেশে কোনও জায়গায়, কারও ওপরে হামলা হবে না'। তবে কতটা শান্তি ফেরে পড়শি দেশে, সে দিকেই তাকিয়ে ভারত।