শুধু ডুবে থাকা নয় ইন্টারনেটে, চলো দল বেঁধে যাই খেলার মাঠে
দ্বাদশ বর্ষ রাখি বন্ধন ও পুনর্মিলন উৎসব উপলক্ষে, স্মৃতির টানে বিনোদনের খোঁজে নব প্রগতি সংঘের একটি অনন্য উদ্যোগ “শুধু ডুবে থাকা নয় ইন্টারনেটে, চলো দল বেঁধে যাই খেলার মাঠে”- এই উদ্দেশ্যকে সামনে রেখে ২৫ শে আগস্ট রবিবার ওকড়াবাড়ীর ফলিমারী রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত হলো এক দিবারাত্রি পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি খো-খো প্রতিযোগিতা।
উক্ত প্রতিযোগিতায় আপামর ক্রীড়া প্রেমী জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। পুরুষ ও মহিলা উভয় প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়লো এদিন। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা উত্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ খো খো সংস্থার সম্পাদক অজিত চন্দ্র বর্মন, রেজাউল করিম সহ আরো অনেকে। দিবারাত্রি টি২০ খো-খো প্রতিযোগিতার জয়ী হয় ওকড়াবাড়ী 7 স্টার্স, রানার্স ডুয়ার্স রাইটার্স।
এদিন উত্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ খো খো সংস্থার সম্পাদক অজিত চন্দ্র বর্মন জানান, প্রতি বছর এই খেলা আয়োজন করা হয়। ক্লাবের এই খেলার উদ্যোক্তারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত। তারপরেও এই খেলাকে কেন্দ্র করে তারা আগ্রহের সাথে বাড়িতে এসে খেলাটি আয়োজন করে। তিনি আরও জানান, আজকাল ইন্টারনেটে মানুষ ডুবে আছে। খেলার গুরুত্ব আমাদের বোঝা উচিৎ। সকলের মাঠমুখী হওয়া উচিৎ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊