আরজি কর ইস্যুর প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের
আরজি কর ইস্যুর প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের । আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নাইট ডিউটিতে কর্মরত থাকা তরুণী চিকিৎসকের ধর্ষন ও খুনের মতো নারকীয় ঘটনায় সারা দেশে চলছে প্রতিবাদ। এবার প্রতিবাদে সরব হলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। নৃশংস এই ঘটনার প্রতিবাদে শনিবার সারা দেশজুড়ে কর্মবিরতির ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
সংগঠনের তরফে জানানো হয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া সব পরিষেবা থেকে বিরত থাকবে চিকিৎসকরা। আগামী ১৭ আগস্ট, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আইএমএ-র তরফে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সারা দেশে শুরু হয়েছে প্রতিবাদ। বেশ কিছু হাসপাতালে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। রাজ্যের প্রায় প্রত্যেকটি হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা কর্মবিরতির ডাক দিয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার রোগী ও তাঁর পরিবারের লোকজন।
বৃহস্পতিবার বিকেলে রোগীদের হয়রানি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “কোনও পরিস্থিতিতেই রোগীদের চিকিৎসা থেকে বঞ্চিত করা যায় না। জেলার হাসপাতালগুলোকে বলব যেন আপাতত রোগীদের রেফার না করা হয়।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊