আরজি কর ইস্যুতে আজ বনধ, পরিষেবা সচল রাখতে কড়া নবান্ন
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষন ও খুনের ঘটনার প্রতিবাদে আজ সারা বাংলা বনধ। শুক্রবার রাজ্যজুড়ে কোথাও বন্ধ, ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। আর এতে করে বিভিন্ন পরিষেবায় এর প্রভাব পারতে পারে। বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা তৈরির আশঙ্কা রয়েছে। আর এই বনধের বিরুদ্ধে অচলাবস্থা ঠেকাতে কড়া নবান্ন।
মুখ্যসচিবের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দিনভর সচল থাকবে রাজ্য। ওইদিন সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন পরিবহণ সংস্থাকে নোটিস পাঠিয়ে যানবাহন পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, রাজ্য সরকার বন্ধ বিরোধী। কর্মসংস্কৃতি সচল রাখতে সবরকম ব্যবস্থা নেবে সরকার।
বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের কর্মসংস্কৃতি নষ্ট করা যাবে না। কোনও বন্ধ হবে না। বৃহস্পতিবার নবান্নের তরফে জারি বিবৃতিতে শুক্রবার সবকিছু সচল থাকবে বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊