আজ খেলা হবে দিবস
তৃণমূলের তৃতীয় সরকার গঠনের পর বিধানসভায় দাড়িয়ে খেলা হবে দিবসের ঘোষনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এরপর ১৬ই আগস্ট খেলা হবে দিবস হবে বলে ঘোষনা দেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তৃতীয় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 'খেলা হবে' স্লোগান। আর তারপরেই এই দিবস পালনের সিদ্ধান্ত ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
একুশের বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে হাতিয়ার করেই নির্বাচনী রণক্ষেত্রে নেমেছিল তৃনমূল। আর নির্বাচনে নিজেদের সব রেকর্ড ভেঙে বিপুল জয় লাভ করে তৃতীয়বার ক্ষমতায় বসেছে তৃণমূল। এরপর বিধানসভায় দাড়িয়ে 'খেলা হবে' দিবসের উদযাপনের ঘোষনা দিয়েছিলেন মমতা।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'তৃতীয় বার জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন।' তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ' পুলিস সুপার, আইসি বদল থেকে পর্যবেক্ষক নিয়োগ- কি না করেছে! বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না। শুধু মিথ্যে কথা বলা হচ্ছে। টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। ১০ বছরে বাংলাকে কোথায় নিয়ে এসেছি! কী ছিল বাংলা। ওরা বাংলাকে সম্মান দেয় না। বাংলার মানুষকে একবার নয় একশোবার স্যালুট করলেও কম হবে। খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার।'
প্রতি বছরের ন্যায় আজ ১৬ অগস্ট রাজ্যের সব ক্লাব সংগঠনগুলিকে নিয়ে ‘খেলা হবে দিবস’-এর আয়োজন করা হবে ক্রীড়া দফতরের তরফে এমনটাই জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊