বুদ্ধবাবুর মৃত্যুতে পূর্ণদিবস সরকারি ছুটি, গান স্যালুটে শেষ বিদায়
প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সকাল ৮টা ২০মিনিটে এক কামরার ফ্ল্যাটেই প্রয়াত হয়েছেন অশীতিপর বুদ্ধদেব। বর্ষীয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মমতা বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সবরকম সহযোগিতারও কথাও বলেছেন তিনি।
এদিন পাম অ্যাভিনিউয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আজ সরকারি ছুটি ঘোষণা করেছেন। এদিন মমতা বলেন, “আজ সরকারি ছুটি ঘোষণা করেছি। আগামিকাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাই। তিনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বুদ্ধদেব যতবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল। তাঁর মৃত্যুর বয়স হয়ত এখনও হয়নি। কিন্তু তাঁর শারীরিক সমস্যা ছিল, শ্বাসকষ্ট হত। আমি তাঁর পরিবারের সকলকে, সিপিএম তথা বামফ্রন্টের প্রত্যেককে এবং আমাদের প্রত্যেক সহনাগরিককে সমবেদনা জানাচ্ছি।”
ইতিমধ্যে প্রয়াত মুখ্যমন্ত্রীর চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিজস্ব ফ্ল্যাটেই রাখা হবে তাঁর দেহ। রাতে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত থাকবে আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য দফতরে। সেখানেই সাধারণ মানুষ প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেলে অন্তিম যাত্রার পর, তাঁর দেহ দান করা হবে এনআরএস হাসপাতালে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊