মাই ভারত পোর্টাল কর্মশালার আয়োজন করলো মালদা কলেজের NSS ইউনিট

My Bharat Portal Workshop organized by NSS Unit of Malda College



সংবাদ একলব্য, মালদা: ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় 7 আগস্ট, 2024-এ, মালদা কলেজের NSS ইউনিট একটি ১ দিনের কর্মশালার আয়োজন করে । মালদা কলেজের সেন্ট্রাল কম্পিউটার ল্যাবে মাই ভারত পোর্টাল (MY Bharat Portal) কার্যকরভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার সাথে NSS প্রোগ্রাম অফিসারদের ক্ষমতায়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালার উদ্বোধন করেন মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টপাধ্যায়। তার উদ্বোধনী ভাষণে, প্রফেসর চট্টপাধ্যায় এনএসএস কার্যক্রমের দক্ষতা এবং বিস্তৃতি বাড়ানোর জন্য ডিজিটাল টুলের গুরুত্বের ওপর জোর দেন।


এনএসএস (NSS), কলকাতার আঞ্চলিক পরিচালক বিনয় কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এনএসএস (NSS) কার্যক্রমকে সুবিন্যস্ত করতে এবং বিভিন্ন ইউনিটের মধ্যে আরও ভাল সমন্বয় নিশ্চিত করতে মাই ভারত পোর্টালের (MY Bharat Portal) মুখ্য ভূমিকা তুলে ধরেন।


অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের যুব অফিসার অগ্নিমিল দাস, তিনি পোর্টাল (MY Bharat Portal) দ্বারা সমর্থিত যুব কর্মসূচি এবং উদ্যোগগুলির সম্পর্কে আলোকপাত করেন৷ গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথি এনএসএস (NSS) সমন্বয়কারী অধ্যাপক শুভময় চৌধুরী, পোর্টালের (MY Bharat Portal) সুবিধাগুলি সর্বাধিক করার জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক প্রচেষ্টার কথা বলেন।


মালদা কলেজের অধ্যক্ষ ডঃ মানস কেআর বৈদ্য স্বাগত বক্তব্য রাখেন, সমস্ত বিশিষ্ট ব্যক্তি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিঠুন বর্মন জানান- "এদিন কর্মশালায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ৬০ জন NSS প্রোগ্রাম অফিসার সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়াও প্রায় ৩০ জন এনএসএস স্বেচ্ছাসেবক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করেছেন। কর্মশালাটি ব্যাপক সফলতা পেয়েছে।"


মাস্টার প্রশিক্ষক, ডঃ বিপ্লব চক্রবর্তী এবং মিঠুন রায়, মাই ভারত পোর্টালের কার্যকারিতা এবং সুবিধার উপর কর্মশালাটি পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার ল্যাবে মাই ভারত পোর্টালে (MY Bharat Portal) রেজিস্ট্রেশন এবং তার ব্যবহার বিষয়ে জ্ঞান লাভ করেন।


প্রসঙ্গত মাই ভারত পোর্টাল আগামীদিনে দেশের শিক্ষিত যুবকদের সরকারী পরিষেবা এবং চাকরি ও শিক্ষা সংক্রান্ত তথ্য যাতে সহজে পেতে পারে তার লক্ষ্যে বিশেষ ভাবে উদ্যোগ গ্রহন করেছে।