Train Accident: এবার কোরবা এক্সপ্রেসে আগুন, হতাহতের খবর নেই
ফের ট্রেন দুর্ঘটনা! এবার কোরবা এক্সপ্রেসে আগুন। হঠাৎই কোরবা এক্সপ্রেসের তিনটি কামরা জ্বলে উঠলো আগুনে। রবিবার সকালে কোরবা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছনোর পরই কামরায় আগুন এমনটাই খবর।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা ট্রেনে দাউ দাউ করে জ্বলতে থাকে তিনটি কামরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা। জানা যায়, কোরবা এক্সপ্রেসের এ১ কামরায় প্রথম ধোঁয়া দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। সেই আগুন বি৬ এবং বি৭ কামরায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন।
খবর পাওয়া মাত্র ছুটে আসে রেলকর্মীরা। দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয়। তার পর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নেভানোর কাজ চলছে। তবে হতাহতের কোনো খবর নেই।
ট্রেনটি কোরবা থেকে বিশাখাপত্তনমে আসে। তার পর সেখান থেকেই ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল। বিশাখাপত্তনমে এক্সপ্রেসটি পৌঁছনোর পরই দুর্ঘটনা ঘটে। ফলে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করছে রেল। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।
একের পর এক ট্রেন দুর্ঘটনা। পর পর দুর্ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী সুরক্ষা। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধীরা। সেই আবহে আবারও ট্রেনে আগুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊