Latest News

6/recent/ticker-posts

Ad Code

Manu Bhaker: ইতিহাসের পর ইতিহাস গড়লেন মনু, তবে হল না পদকের হ্যাট্রিক

Manu Bhaker: ইতিহাসের পর ইতিহাস গড়লেন মনু, তবে হল না পদকের হ্যাট্রিক 

Olympics


দ্বিতীয় পদক জিতেই ইতিহাস গড়েছিলেন মনু ভাকের। সামনে ছিল আরো এক ইতিহাসের হাতছানি। তবে তৃতীয় পদক হাতছাড়া হলেও তিনি যে ইতিহাস তৈরি করে ফেলেছেন। ভারতের প্রথম শ্যুটার হিসাবে এক অলিম্পিক্সে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছিলেন মনু। দুটিতে পদক জিতলেও একটিতে পদক হাতছাড়া হয় তাঁর।

স্বাধীন ভারতের আর কোনও অ্যাথলিট এক অলিম্পিক্সে (Olympics 2024) জোড়া পদক জেতেননি তার সামনে বিরল কীর্তি হিসেবে ছিল তৃতীয় পদক। ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে এমনিতেই মাইলফলক তৈরি করেছেন মনু ভাকের (Manu Bhaker)। মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে উঠেই তিনি ইতিহাস গড়েছেন। তিনি ২৫ মিটার পিস্তলেও পদক জিতলে একই অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিক করতেন।

মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে একটা সময় দ্বিতীয় স্থানে থেকে শেষমেষ চতুর্থ স্থানে শেষ করে মনু। মনু বলেছেন, 'আমার তৃতীয় ম্যাচ শেষ হওয়ার পরই কোচ বলেন, একটা ব্যাপার জানো কী? ইতিহাস হল ইতিহাস। এখন বর্তমানে থাকো। পরে ভেবে দেখো কী করে কী হল।'

পরের অলিম্পিক্সের জন্য মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন মনু। তাঁর কথায়, 'আমার কাছে দুটি পদক রয়েছে এবং পরের বারের জন্য প্রস্তুত হওয়ার যথেষ্ট প্রেরণাও রয়েছে। আমি আরও পরিশ্রম করব যাতে করে পরের অলিম্পিক্সে আরও ভাল ফল করতে পারি।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code