স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় দিনহাটায় রাত দখলে মেয়েরা!

Dinhata


স্বাধীনতার দিবসের প্রাক সন্ধ্যায় দিনহাটায় রাত দখলে মেয়েরা! দিনহাটার রাজপথে হাজারো মেয়ের We Want Justice ধ্বনিতে ভরে গেল এদিনের সন্ধ্যা। 


দিনহাটার হেমন্ত বসু কর্ণারে সমবেত হয় দিনহাটা মহিলারা। দিনহাটা শহর শুধু নয় পার্শ্ববর্তী এলাকার মহিলাদেরকেও এদিন দেখা গেল বিচার চেয়ে পা মেলাতে। তাঁদের কর্মসূচিকে নেতৃত্ব দিয়ে সফল করতে সাহায্যের হাত দেখা গেল দিনহাটার বেশ কিছু যুবককে। হেমন্ত বসু কর্ণার থেকে শুরু হয় পদযাত্রা তা শেষ হয় পাচমাথায় (চৌপথি বলে পরিচিত)। 



পাঁচ মাথায় পৌঁছে আন্দোলনের ঝাঁজ আরো বাড়তে থাকে। শত শত মহিলার কন্ঠে বাড়ে বাড়ে ভেসে ওঠে বিচারের দাবি। গোটা বাংলায় প্রথম রাত দখলে এগিয়ে এলো দিনহাটার মেয়েরা। হাজারো মহিলার কন্ঠে ফুটে উঠলো এক তীব্র প্রতিবাদ। যে প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়ায় নয় বাস্তবের মাটিতেও। আর নয়, নিজেদের সুরক্ষার দাবি জোরালো করার অবস্থান নিলো তারা। 


প্রসঙ্গত , আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার জের উত্তাল গোটা বাংলা। এরকম নৃশংস ঘটনার পরেই নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন মাথা চাড়া দিয়েছে। ইতিমধ্যে এই নারকীয় ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় জড়িত অন্যান্য আরো অনেকে রয়েছে বলে অনুমান। কিন্তু গ্রেফতার হয়নি কেউই। এর মাঝেই পুলিশের হাত থেকে এই মামলা সিবিআইকে হস্তান্তর করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের মধ্যরাতে নির্যাতন মুক্তির ডাক দিল বাংলার মেয়েরা। সারা বাংলার দিকে দিকে মধ্যরাতের কিছু আগেই সঙ্ঘবদ্ধ হবে নারীশক্তি। আর সেই কর্মসূচিতে প্রথমেই এগিয়ে এলো দিনহাটা।