স্বাধীনতা দিবসের মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক!
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার জের উত্তাল গোটা বাংলা। এরকম নৃশংস ঘটনার পরেই নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন মাথা চাড়া দিয়েছে। ইতিমধ্যে এই নারকীয় ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় জড়িত অন্যান্য আরো অনেকে রয়েছে বলে অনুমান। কিন্তু গ্রেফতার হয়নি কেউই। এর মাঝেই পুলিশের হাত থেকে এই মামলা সিবিআইকে হস্তান্তর করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের মধ্যরাতে নির্যাতন মুক্তির ডাক দিল বাংলার মেয়েরা। সারা বাংলার দিকে দিকে মধ্যরাতের কিছু আগেই সঙ্ঘবদ্ধ হবে নারীশক্তি।
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মধ্যরাতে নির্যাতন মুক্তির ডাকের পোস্টার ছয়লাপ। প্রথমে শহর কলকাতার নির্দিষ্ট তিনটি জায়গা ঠিক হয়েছিল, কলেজ স্ট্রিট, যাদবপুর, অকাদেমি। কিন্তু সময় গড়াতে গড়াতে তার ছড়িয়ে শহরে থেকে জেলায় রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা। যাঁরা পথে নামতে পারবেন না, তাঁরা বাড়িতেই বাজাবেন শাঁখ। দেবেন নারী ঐক্যের ডাক। মধ্যরাতে নারী শক্তির এই মুক্তির ডাক মূলত নির্যাতন মুক্তির ডাক পাশাপাশি আর্জি কর কাণ্ডে জড়িতদের সঠিক বিচারের দাবি।
১৯৭৫ সালে ফিলাডেলফিয়ার একটি খুনের ঘটনায় এভাবেই পথে নেমেছিলেন মহিলারা। সেই আন্দোলনের নাম ছিল 'টেক ব্যাক দ্য নাইট'। দিল্লির নির্ভয়াকাণ্ডের পরও বিভিন্ন শহরে রাতে পথে নেমেছিলেন মহিলারা। এবার আর জি কর-কাণ্ডের পর, ফের রাতে রাত দখলের ডাক দিয়ে, রাজ্য জুড়ে নামছেন মহিলারা। প্রতি রাতের ভয়ের কারণে কি এই রাত দখলে ছাপ পড়বে তা পরেই জানা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊