Buddhadeb Bhattacharjee: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharjee
Buddhadeb Bhattacharjee


প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান (Buddhadeb Bhattacharjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। 

তিনি বলেন, সকালেও বুদ্ধদেব প্রাতঃরাশ করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি (Buddhadeb Bhattacharjee) প্রয়াত হন। খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন।

শারীরিক সমস্যার জন্য দীর্ঘ ১১ বছর ধরে ঘরবন্দি ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । সিওপিডি-তে ভুগছিলেন। একাধিকবার হাসপাতালেও ভর্তি হয়েছেন। 

জানাযায়, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এদিন সকাল থেকে শ্বাসকষ্ট বেড়েছিল। অক্সিজেন দেওয়া হলেও শেষরক্ষা হয়নি।