Latest News

6/recent/ticker-posts

Ad Code

Khaleda Zia: 'সকল ধর্মের-গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে' বার্তা খালেদার

Khaleda Zia: 'সকল ধর্মের-গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে' বার্তা খালেদার 

Khaleda Zia


অগ্নিগর্ভ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপরেই দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নির্দেশে দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

জেল থেকে মুক্তি পাওয়ার পর উত্তপ্ত বাংলাদেশের নাগরিকদের বার্তা দিলেন তিনি। এদিন তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারমুক্তি ও রোগমুক্তি জন্য সংগ্রাম ও প্রার্থনা করেছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী-অবৈধ সরকার থেকে মুক্তি পেয়েছি।'

এই আন্দোলনে যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে খালেদা জিয়া বলছেন, 'দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাঁরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক গড়ে তুলতে হবে। সকল ধর্মের-গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি-প্রগতি ও সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।'

দুর্নীতির মামলায় জেলে দিয়েছিলেন খালেদা জিয়া। পরে জেল থেকে মুক্তি পেলেও দফায় দফায় ঘরবন্দির মেয়াদ বাড়িয়েছিল তৎকালীন হাসিনার সরকার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেই মুক্তি পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া। বুধবার ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। সেখানেই খালেদা জিয়ার ভিডিও বার্তা প্রচার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code