এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা! গ্রেফতার বিজেপি কাউন্সিলর
সালটা ২০২১। তৃণমূল-বিজেপির বচসা ঘিরে ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি মুচিপাড়া। সেই সময় লাথি মেরে দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার তিনবছর পর আবারও একই ঘটনা পুনরায় ঘটল। বাড়ি থেকে আটক করা হল বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে।
আজ বনধ ডেকেছে বিজেপি। সেই কারণে, সকালে স্থানীয় কিছু দোকান খোলা দেখে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তা বন্ধের আর্জি জানান। অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন বাসিন্দা নিজেদের স্থানীয় বলে পরিচয় দিলেও বিজেপির দাবি তাঁরা তৃণমূল। তাঁরাই এসে দোকানপাট বন্ধের বিরোধিতা করেন। এরপরই সজল ঘোষের সামনে হাতাহাতি শুরু হয় দু’পক্ষের। এরপর সজল চলে যান বাড়িতে। বিশাল পুলিশ ঘিরে রাখে বিজেপি কাউন্সিলরের বাড়ি। পাল্টা আবার তার বাড়ির গেট পাহারা দেন মহিলারা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ও চলে আসেন এলাকায়
এই পরিস্থিতিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। খবর পেয়ে সজল ঘোষের বাড়ি চলে আসেন তাপস রায়। পরে সেখান থেকে বেরিয়ে কথা বলেন পুলিশ কর্মীদের সঙ্গে। কেন এত পুলিশ মোতায়েন করা হয়েছে, তা জানতে চান পুলিশের কাছে। প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ সজল ঘোষকে তাঁর বাসভবন থেকে আটক করে নিয়ে যাওয়া হয়।
কলকাতা পুলিশ সূত্রের খবর, এলাকায় জোর করে বনধে অশান্তির পরিবেশ তৈরি করছিলেন সজল ঘোষ, জোর করে দোকানপাঠ বন্ধ করার চেষ্টা করছিলেন, এর জেরে এলাকায় যথেষ্ট অশান্তি ছড়িয়েছিল। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊