দুবরাজপুরের বিধায়ক সহ চারজনকে আটক করল পুলিশ

Birbhum news


আজ সকাল থেকেই বীরভূম জেলার দুবরাজপুরে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর সমর্থনে মিছিল বের করেছিল বিজেপি। তারপর মিছিল শেষে দুবরাজপুরের পোদ্দারবাঁধ মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। 


পাশাপাশি রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও প্রদর্শন করেন। তাই দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ চারজন বিজেপি কর্মীকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ। 



উল্লেখ্য, গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে ধুন্ধুমার হয়েছে। রাজ্য পুলিশ ছাত্রদের ওপরে লাঠিচার্জ করেছে। সেখানে অনেকে আহত ও গ্রেপ্তার হয়েছেন। তাই তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর ডাক দেওয়া হয়েছে।