Calcutta High Court on Bandh: বনধের বিরোধীতায় দায়ের জনস্বার্থ মামলা খারিজ, আইনজীবীকে জরিমানা হাইকোর্টের


Highcourt

মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে কার্যত তুলকালাম কাণ্ড ঘটে। সেই অভিযানে আন্দোলনকারীদের পুলিশ বাধা দিতে জলকামান থেকে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এর প্রেক্ষিতেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে। সেই বনধের বিরোধীতায় কলকাতা হাইকোর্টে হয় জনস্বার্থ মামলা। 



কলকাতা হাইকোর্টে সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল। মামলাকারী আইনজীবী সঞ্জয় দাস বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন। সেই মামলা আজ খারিজ করেন প্রধান বিচারপতি। আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি। 'মামলাকারী আইনজীবী এই আদালতে কোনও জনস্বার্থ মামলা করতে পারবেন না।' আইনজীবীকে নিষেধাজ্ঞা জারি করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 'মামলার মাধ্যমে আদালতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে', বলে পুলিশি নিষ্ক্রিয়তার মামলায় মন্তব্য প্রধান বিচারপতির।


বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যখন পুলিশ নিষ্ক্রিয়তার মামলাগুলি পাঠানো হয়, সেই সময় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার মামলকারীও ছিলেন আইনজীবী সঞ্জয় দাস। সেই সময় কলকাতা হাইকোর্টের অবকাশ চলছিল, সেই অবকাশের মধ্যে এই মামলা অত্যন্ত দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হয়। 



এই মামলা হাইকোর্টকে ভয় দেখানোর চেষ্টা বলে মনে করছে প্রধান বিচারপতি। বিচার ব্যবস্থার আইনি প্রক্রিয়ার অপব্যবহারের চেষ্টা করা হয়েছে, এমনটা মনে করেন প্রধান বিচারপতি। ফলে এই মামলার শুনানি হয় আগে। সেই মামলায় সঞ্জয় দাসকে ৫০ হাজার টাকা জরিমান ও কোনোরকম জনস্বার্থ মামলা এই আইনজীবী করতে পারবে না বলেই সিদ্ধান্ত জানায় হাইকোর্ট। ফলে বনধের বিরোধীতায় করা মামলা খারিজ হয়ে যায়।