Bangla Bandh- West Bengal Strike: রাত দখলের পর এবার দিন দখলের ডাক ! আগামীকাল বাংলা বন্ধ
আর জি কর কান্ডে উত্তাল রাজ্য। ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে মেয়েদের রাত দখল। এবার দিন দখলের ডাক দিলো রাজ্যের একাধিক বিরোধী রাজনৈতিক দল। আগামীকাল ১২ ঘন্টার বাংলা বন্ধ এর ডাক দিয়েছে এসইউসিআই। এই বনধকে সমর্থন জানিয়েছে বাম শরিক আরএসপি।
বৃহস্পতিবার এই বিষয়ে এসইউসিআই-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডা.তরুণ মণ্ডল বলেন, 'আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি-সহ বুধবার গভীর রাতে ওই হাসপাতালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছি।'
আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে এবার রাজ্যকে স্তব্ধ করতে শুক্রবার রাজ্যজুড়ে কোথাও বন্ধ, ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। এতে বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা তৈরির আশঙ্কা রয়েছে।
তবে বিগত দিনগুলির মতন এবারও বন্ধের মোকাবিলায় পালটা কড়া বিবৃতি জারি করল নবান্ন। মুখ্যসচিবের তরফে বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দিনভর সচল থাকবে রাজ্য। ওইদিন সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন পরিবহণ সংস্থাকে নোটিস পাঠিয়ে যানবাহন পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, রাজ্য সরকার বন্ধ বিরোধী। কর্মসংস্কৃতি সচল রাখতে সবরকম ব্যবস্থা নেবে সরকার।
এনিয়ে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের কর্মসংস্কৃতি নষ্ট করা যাবে না। কোনও বন্ধ হবে না। শুক্রবার রাজ্যে সমস্ত পরিষেবা সচল থাকবে। বিরোধীরা সবসময় এভাবে রাজ্যের বদনাম করার চেষ্টা করে। ঘটনার তদন্ত চলছে, সিবিআই (CBI) তদন্ত করছে। দোষীরা গ্রেপ্তার হয়ে শাস্তি পাবেই। তার মাঝে বন্ধ ডাকা কোনও সমাধান নয়।
এদিকে বিজেপিও রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হতে চলেছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কার্যত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, রাস্তা রোকো, দোকানপাট বন্ধ – যেভাবে হোক রাজ্যকে স্তব্ধ করতে হবে।
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার এই ঘটনায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সুকান্ত মজুমদার জানিয়েছেন, শুক্রবার বেলা ১১টা থেকে কলকাতা এবং জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষের কাছে শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দোকানপাট এবং সমস্ত কর্মকাজ বন্ধ রেখে প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।’’ সেই সঙ্গে তিনি জানান, দুপুর ২টো থেকে রাজ্যের প্রতিটি জেলায় পথ অবরোধ করবেন বিজেপির নেতা-কর্মীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊