বন্ধ ফ্লাট থেকে উদ্ধার হল সংগীত শিল্পীর পচা গলা মৃতদেহ
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-
বন্ধ ফ্লাট থেকে উদ্ধার হল সংগীত শিল্পীর পচা গলা মৃতদেহ।দরজা ভেঙে শিল্পীর দেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায় সদর থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় নেমে এলো শোকের ছায়া।
মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের ছোট নীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেনের বহুতল আবাসন থেকে উদ্ধার হয় সঙ্গীত শিল্পীর পচা গলা মৃতদেহ। বিধায়কের উদ্যোগে সঙ্গীত মেলায় সংবর্ধনা প্রাপ্ত মৃত শিল্পীর নাম মানস বসু , বয়স ৬৫ বছর। মানস বাবু সঙ্গীতশিল্পীর পাশাপাশি একজন সাহিত্যিকও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পিএইচডি করেছিলেন শিল্পী। অবিবাহিত মানস বাবু নীলপুরের এই বহুতল আবাসনে একাই থাকতেন। গত কয়েকদিন ধরে আবসনের অন্য আবাসিকরা তাকে বাইরে বেরোতে দেখেননি।
এদিন মানস বাবুর ঘর থেকে সামান্য পঁচা গন্ধ পেলেও, দুর্গন্ধের মাত্রা বৃদ্ধি পাওয়াতে তার দরজা ধাক্কা দিয়ে মানস বাবুকে ডাকতে থাকেন আবাসিকরা।ফোনও করেন তারা। কিন্তু মানস বাবুর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন আবাসিকরা। পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখেন মৃত অবস্থায় একটি চেয়ারের উপর উবুর হয়ে পরে আছেন মানস বাবু। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
0 মন্তব্যসমূহ
thanks