Olympics 2024: সেমিতে স্বপ্নভঙ্গ! জার্মানির বিরুদ্ধে হেরে ব্রোঞ্জ মেডেলের দৌঁড়ে ভারত
প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে জার্মানির কাছে হারলো ভারতীয় হকি টিম। আর এই হারের সাথে সাথেই সোনা ও রুপো পদক জয় থেকে ছিটকে গেল ভারতীয় হকি টিম তবে সুযোগ রয়েছে ব্রোঞ্জ পদক জয়ের। ৮ই আগস্ট স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নামবে ভারত।
ম্যাচের প্রথম কোয়ার্টারে শুরুর দিকেই জোড়া পেনাল্টি কর্নার পেলেও জার্মান গোলরক্ষক ও ডিফেন্ডারদের তৎপরতায় গোল করতে ব্যর্থ হন ভারতীয় হকি খেলোয়াড়রা। আট মিনিটের মাথায় একের পর এক ছয়টি পেনাল্টি কর্নার থেকে সুযোগ নষ্ট হলেও, সপ্তম পেনাল্টি কর্নারে, ম্যাচের সপ্তম মিনিটে গোল করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তবে দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটে গঞ্জালো পেইলাট ম্যাচের সমতা ফেরান। ২৭ মিনিটে ক্রিস্টোফার রুর পেনাল্টি স্ট্রোক থেকে দুরন্ত গোল করে জার্মানিকে ম্যাচে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-২ পিছিয়ে যায় ভারতীয় দল।
তৃতীয় কোয়ার্টারেও একাধিক পেনাল্টির সুযোগ আসে। ৩৬ মিনিটের মাথায় সুখিন্দরে গোলে ম্যাচে সমতা ফেরায় ভারত। ৫৪ মিনিটে মার্কো মিলটাকু গোল করে জার্মানিকে ম্যাচে এগিয়ে দেন। শেষমেষ ৩-২ এ ম্যাচ জিতে নেয় জার্মানি। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিই নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে।
0 মন্তব্যসমূহ
thanks