Pori Moni: 'প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না', আর্জি পরীমণির
'প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না', আর্জি পরীমণির। উত্তপ্ত বাংলাদেশে লাশের সারি। একে একে ঝড়ে পড়ছে কত প্রাণ। হত্যা পুরী বাংলাদেশে ছেলেকে নিয়ে রয়েছেন অভিনেত্রী পরীমণি। ঘরবন্দি রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় শান্তির আর্জি করছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পরীমণি লিখেছেন, 'শান্তি চাই। লুঠপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।'
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু। সেই আন্দোলনের মধ্য দিয়েই শেখ হাসিনার পদত্যাগের দাবি ওঠে। এরপর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। শাসনভার সেনার হাতে। নয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথে তবুও জ্বলছে ওপার বাংলা। সেই বাংলাকে শান্তি ফেরানোর আর্জি জানালেন পরীমণি।
প্রসঙ্গত, ঢাকায় আওয়ামি লিগের একাধিক নেতার বাড়িতে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। সঙ্গে চলেছে ভাঙচুর, লুঠ। সেনা প্রধানের আশ্বাস সত্ত্বেও কোনো ভাবেই কমছে না হিংসা। একের পর এক চলছে অশান্তি। আওয়ামি লিগের নেতা, মন্ত্রী, সদস্যের বাড়িতে চলেছে হামলা। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। গণভবনেও চলেছে লুঠ। হাতের সামনে যে যা পেয়েছেন নিয়ে পালিয়েছেন। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊