Train Accident: ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি কামরা
ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি কামরা বেলাইন। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে রেলওয়ের টিম। ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ। গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস এমনটাই খবর।
যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন। একটা সূত্রে জানা যাচ্ছে এপর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে খবর।
উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ বলেন, ‘‘গোন্ডার কাছে মোতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। কী ভাবে এই ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ। আপাতত উদ্ধারকাজ চলছে। তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু ক্ষণ পর বলা সম্ভব হবে। উদ্ধারকাজ শেষ হয়নি। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’’
দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েক জনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এ দিনের দুর্ঘটনার পর বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊