দিনহাটা-আলিপুরদুয়ার প্যাসেঞ্জারে প্যান্টোগ্রাফ বিভ্রাট, মাসানকুড়ায় আটকে ট্রেন, যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বামনহাট-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিনহাটার মাসানকুড়া এলাকায়। বুধবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। এর জেরে ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রেনটি মাঝপথেই আটকে পড়ে।
ট্রেনটি বামনহাট থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, মাসানকুড়া এলাকায় পৌঁছাতেই ট্রেনের ইঞ্জিনের উপরের প্যান্টোগ্রাফটি হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে । এর ফলে পুরো ট্রেনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের সম্ভাব্য শর্ট সার্কিট বা বড় কোনো দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নিচে নেমে আসেন।
লোকোপাইলট এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, "চলন্ত ট্রেনের মধ্যে হঠাৎ একটি আওয়াজ হয়। ট্রেনের উপরে থাকা প্যান্টোগ্রাফটি হঠাৎ ভেঙে যায়। এটি মাঝখানে পড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল এবং তৎক্ষণাৎ ট্রেনটি বন্ধ হয়ে যায় । প্রায় ৩০-৪০ মিনিট আগে এই ঘটনাটি ঘটেছে।"
রেল সূত্রে জানানো হয়েছে যে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ট্রেনটি মাসানকুড়া এলাকায় দাঁড়িয়ে থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রেলের টেকনিশিয়ানরা পৌঁছে দ্রুত মেরামতির কাজ শুরু করেছেন যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।
পুরো ঘটনায় আতঙ্ক কাটেনি যাত্রীদের মনে, তবে বড় কোনো দুর্ঘটনা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে।
ইউটিউব ভিডিও লিঙ্ক:

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊