Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি মাথাভাঙ্গায়

সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি মাথাভাঙ্গায় 

Mathabhanga


মাথাভাঙ্গা:

তপসিতলা ঘাটে সেতুর দাবিতে গনস্বাক্ষর কর্মীসুচি পালিত হল এদিন গিলাডাঙা বাজারে।বাম আমল থেকে বাসিন্দারা পাকা সেতুর দাবি করে এলেও তা আজও অধরা ।একদিকে মাথাভাঙা ১ ব্লকের গিলাডাঙা , অন্যদিকে মাথাভাঙা ২ ব্লকের তপসিতলা । মাঝে জলঢাকা নদী। পারাপার করতে ভরসা নৌকা। 


স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, পাকা সেতু। কিন্তু তা এখনও হয়নি গরমে বা শীত কালে অস্থায়ী বাঁশের সাঁকোই ভরসা অস্থায়ী সেতু দিয়ে কোনও রকমে যাতায়াত করা গেলেও বর্ষায় বিপদ বাড়ে। তখন ফেরি চলাচল ছাড়া যাতায়াতের আর কোনও উপায় থাকে না। কিন্তু জলঢাকায় জল বাড়লে ফেরি চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে বলে জানান বাসিন্দারা।


এই এলাকায় দুই ব্লকের যোগাযোগের স্থল এখানে সেতু তৈরি হবে। কিন্তু তারপর থেকে এত দিন পার হয়ে গেল কোনও উদ্যোগ দেখা গেল না। হতাশা নেমেছে এখানকার মানুষের মনে। তাহলে কি এভাবেই বঞ্চিত হয়ে থাকতে হবে তাদের? বর্ষায় জীবনের ঝুঁকি নিয়েই মাথাভাঙা মহকুমার ফুলবাড়ি ও গিলাডাঙা বাসিন্দাদের ফেরিঘাট দিয়ে নৌকায় চড়েই জলঢাকা পারাপার হতে হয় । 


সেতু নির্মাণ কমিটির সম্পাদক শ্যামল বর্মন বলেন,ইতিমধ্যেই সেতু নির্মাণ কমিটি বিভিন্ন বাজারে সভা করে ১৫ হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে।সেতুর দাবিতে গণস্বাক্ষর সহ স্মারকলিপি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।এদিনের সভায় উপস্থিত ছিলেন গীরিন্দ্রনাথ বর্মন জীবন পোদ্দার মনোজ বর্মন বুল নমদাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code