চালু হেল্প লাইন, ট্রেন দুর্ঘটনার পরেই বদল একাধিক ট্রেনের রুট
ঠিক মাস আগে ১৭ই জুন দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আজ ১৭ই জুলাই দুর্ঘটনায় পড়লো আরো একটি এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনায় পড়লো ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত হয় ১২টা কামরা।
ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পর উত্তর-পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪।
পাশাপাশি গুয়াহাটি স্টেশনের জন্য তিনটি হেল্পলাইন নম্বর ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লখনউ স্টেশনের জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কোচবিহার জেলার তরফে হেল্প লাইন প্রকাশ করা হয়েছে। 03582-227114 ও 03582-223099।
দুর্ঘটনার পর ১২৫৫৭ সপ্তক্রান্তি এক্সপ্রেস, ১২৫৫৩ সহরসা-নয়া দিল্লি বৈশালী এক্সপ্রেস, ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, ১৫২৭৩ রক্সৌল-আনন্দ বিহার সত্যাগ্রহ এক্সপ্রেস, ১২৫৬৫ দ্বারভাঙা-নয়া দিল্লি বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ১২৫৫৫ গোরক্ষপুর-ভাতিন্ডা গোরখধাম এক্সপ্রেস, ১৫৭০৭ কাটিহার-অমৃতসর আম্রপালী এক্সপ্রেস, ১৪৬৭৩ জয়নগর-অমৃতসর শহিদ এক্সপ্রেস, ৫০৯৪ গোন্ডা-গোরক্ষপুর প্যাসেঞ্জার ও ৫০৩১ গোন্ডা-গোরক্ষপুর প্যাসেঞ্জারের যাত্রাপথ বদল হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊