টোটোর দাপাদাপি রুখতে নয়া পদক্ষেপ নিতে চলেছে সরকার!

Toto


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যে হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে নিউমার্কেট থেকে গড়িয়াহাট একের পর এক হকারের দোকান ক্রমেই উচ্ছেদ করছে পুলিশ। আবার সময়ও বেঁধে দিয়েছে প্রশাসন। এই আবহেই এবার রাজ্যে উঠে এল আরেক নয়া সমস্যা। টোটোর দৌরত্ম আটকাতে এবার নয়া পদক্ষেপের পথে প্রসাশন।

বহুদিন যাবৎ টোটোর দৌরত্মে কার্যত অতিষ্ঠ মানুষ। যদিও যাতায়াতের এক অন্যতম যান হয়ে উঠেছে টোটো। কিন্তু টোটোর চলাচল থেকে পার্কিং সহ অন্যান্য ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি করছে। এমনকি কখনও কখনও টোটোর অস্বাভাবিক চালচলনে ঘটছে দুর্ঘটনাও। অভিযোগ জানালেও টোটো চালকদের দাদাগিরির মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। তবে এবার এই টোটো দাদাগিরি রুখতে কড়া পদক্ষেপ নিল সরকার।

জানা যাচ্ছে এবার টোটোর জন্য QR Code আনছে সরকার। QR Code থাকা টোটো নির্দিষ্ট রুটে চলতে পারবে। প্রশাসন তা প্রোভাইডা করবে। ইতিমধ্যে মূলত বারাসাতে প্রশাসনের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে। দিনের পর দিন টোটোর সংখ্যা ক্রমেই বাড়ার ফলে রাস্তাঘাটে যানজটের তীব্রতা বেড়েই চলেছে। এই জটিল সমস্যা নির্মূল করতে প্রশাসনিক তরফ থেকে ওই QR Code ব্যবস্থা চালু করা হয়েছে। এবং প্রশাসনের মাধ্যমে রাস্তায় রীতিমত রেগুলার চেকিংও করা হচ্ছে।

মূলত বহিরাগত টোটো গুলি যেন শহরে ঢুকে যানজট সৃষ্টি না করে পাশাপাশি রুট নির্ধারন করলে রাস্তায় টোটোর দৌরত্ম অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।