IBPS Clerk 2024: স্নাতক যোগ্যতায় ব্যাঙ্কিং সেক্টরে কাজের সুযোগ, এখনি আবেদন করুন
Institute of Banking Personnel and Selection ক্লার্ক পদে নিয়োগের জন্য IBPS Clerk CRP-XIV এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1লা জুলাই 2024 থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন। ব্যাঙ্কিং সেক্টরে কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.ibps.in -এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত ও আবেদন করতে পারেন। অন্যান্য তথ্য, বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন তারপর আবেদন করুন।
IBPS Clerk Recruitment 2024-এ শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং 20 থেকে 28 বছরের মধ্যে বয়সী প্রার্থীদের কাছ থেকে ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন। মোট 6128 টি শূন্যপদ রয়েছে। বেতন প্রায় 29000 টাকা। আবেদন করতে সাধারণ, ইডব্লিউএস ও ওবিসি প্রার্থীদের 850 টাকা ফি দিতে হবে। এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের 175 টাকা ফি দিতে হবে। আগামী 21শে জুলাই আবেদনের শেষ তারিখ।
আবেদনের পর প্রার্থীদের প্রথম প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করতে হবে এরপর যেন পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন হবে। আগ্রহীরা প্রার্থী নিচের দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: Click Here for Official Notification IBPS Clerk CRP-XIV Recruitment
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊