Today Weather Update: আবারো ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের জেলাগুলিতে

Today Weather Update



লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি। একাধিক এলাকায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। নদীর জল উঠে এসেছে বসতি এলাকায়। এমন পরিস্থিতিতে ফের একবার অতিভারী বৃষ্টিপাতের পূ্র্বাভাস দিল আবহাওয়া অফিস

জানা গিয়েছে, সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। গত সপ্তাহে উত্তরের একাধিক জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টির পর চলতি সপ্তাহেও ফের একবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এমনকি অরুণাচল, অসম, মেঘালয়, সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা জারি হয়েছে। ফলে উত্তরবঙ্গের নদী বিধৌত এলাকায় বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলো। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে। বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়ার আশঙ্কা। ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। যেখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলায়।

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায়।


লাগাতার বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়ার আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা।