Gautam Gambhir: জল্পনার অবসান, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেন বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীর


Gautam Gambhir

জল্পনার অবসান, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেন বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বোর্ড সচিব জয় শাহই (Jay Shah) ভারতীয় দলের নয়া কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষনা করেছেন। 


২০১১-র ওডিআই বিশ্বকাপজয়ী ক্রিকেটার ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। সেই জল্পনা আজ অবসান হল। 


জয় শাহ এদিন লেখেন লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে স্বাগত জানাচ্ছি। বর্তমান যুগের ক্রিকেট আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে এবং গৌতম গোটা বিষয়টাই একেবারে সামনে থেকে চাক্ষুষ করেছেন। প্রচুর খাটাখাটানি করে নিজের গোটা কেরিয়ার জুড়েই একাধিক ভূমিকায় সাফল্য লাভ করা গৌতমই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক কারিগর বলে আমি মনে করি।'


জয় শাহ আরও যোগ করেন, 'টিম ইন্ডিয়ার জন্য ওঁর পরিকল্পনা এবং ওঁর অভিজ্ঞতা সবথেকে আকর্ষণীয় কোচের দায়িত্ব নেওয়ার জন্য ওঁকে একেবারে যোগ্য দাবিদার বানায়। ওঁর এই নতুন সফরে বিসিসিআইয়ের সম্পূর্ণ সমর্থন রয়েছে ওঁর সঙ্গে।' 


ভারতের ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড় সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপ জয় দিয়েই নিজের কোচ কেরিয়ারের ইনিংস শেষ করেছেন। এবার তার জায়গায় ২০১১-র বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর । পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে গম্ভীরকে। আসন্ন শ্রীলঙ্কা সফরে শুরু হবে তাঁর ভারতীয় কোচ জীবনের শুরুয়াত। 


বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে শুভেচ্ছা জানিয়েই গম্ভীর লেখেন, 'আমার তেরঙ্গা, আমার জনগণ, আমার দেশের স্বার্থে কাজ করাটা পরম গৌরবের। সবার আগে আমি রাহুল দ্রাবিড় এবং তাঁর সাপোর্ট স্টাফদের দলের সঙ্গে দুরন্ত কাজ করার জন্য বাহবা জানাতেই। ভারতীয় দলের প্রধান কোচের পদে দায়িত্ব নিয়ে আমি গর্বিত এবং উচ্ছ্বসিত।'