Suryakumar Yadav : সামনে শুধু বিরাট, অনন্য নজির সূর্য কুমার যাদবের

SKY


দক্ষতা ও ধারাবাহিকতা দুইয়ের কারণেই সফলতা। সূর্য কুমার যাদব, কোচ গম্ভীর যুগের প্রথম টি২০ সিরিজের অধিনায়ক। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি২০ সিরিজের তিনটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) শুরুটা যেমন দারুণভাবে হল তেমনিই এই সিরিজের সেরা খেলোয়াড় হলেন সূর্য। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সবথেকে বেশি 'প্লেয়ার অফ দ্য সিরিজ' পুরস্কার প্রাপকদের তালিকায় তিনি এখন অন্যতম।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সবথেকে বেশি 'প্লেয়ার অফ দ্য সিরিজ' পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। মোট ৬ বার সেরা খেলোয়াড় হয়েছেন কোহলি। আর ঠিক তারপরেই রয়েছেন সূর্য কুমার যাদব। ৫ বার সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি‌। তাঁর সাথে একই জায়গায় রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি ডেভিড ওয়ার্নার।

শর্ট বৈচিত্র্য থেকে তাঁর দুরন্ত ব্যাটিং মন কেড়েছে ভক্তদের। এখনও পর্যন্ত তিনি ৭১টি টি২০ ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ২ হাজার ৪৩২। গড় ৪২.৬৭৬। সূর্যকুমার যে ৫টি প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছেন, সেগুলিই হয়ে উঠেছে তাঁর ম্যাচ-উইনিং ইনিস। যা দলে তাঁর গুরুত্ব এবং ধারাবাহিকতাকে তুলে ধরছে।