ফের রাঙাপানিতে রেল-দুর্ঘটনা

Rail Accident


গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনে বরাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়। সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বই-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ১৮ টি বগি। এদিকে গত মাস দেড়েক আগে ফাঁসিদেওয়ায় ঘটে রেল দুর্ঘটনা। ফের সেই ফাঁসি দেওয়ার রাঙাপানিতে রেল দুর্ঘটনা।

সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা? প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।



আজকের এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আপাতত ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়।  দুটি ওয়াগন লাইন থেকে লাইনচ্যুত হয়। এই ঘটনায় আহত ও নিহতদের কোনো খবর নেই। 



প্রসঙ্গত এক বছরে একের পর এক দুর্ঘটনার কবলে রেল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। 
।