ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে সাহেবগঞ্জ সিডিপিও কে ডেপুটেশন
আজ দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ এ দিনহাটা দুই নং ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। গত শনিবার ২৭ জুলাই ২০২৪ আটিয়ালডাঙা ২৯৯ নং অঙ্গনওয়াড়ি বুধে মায়া সিং নামে এক অঙ্গনওয়াড়ি কর্মীর উপর আক্রমণ হয় বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে আক্রমণ কারীর গ্রেপ্তাররের দাবীতে আজকের এই ডেপুটেশন।
গত শনিবার আটিয়ালডাঙার ঐ অঙ্গনওয়াড়ি সেন্টারে এক বাচ্চার মা খিচুড়ি চাইতে এলে অঙ্গনওয়াড়ি কর্মী বাচ্চা ছাড়া খিচুড়ি দিতে রাজী না হওয়ায় অভিযুক্ত মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী মায়া সিংহর মাথায় খিচুড়ি ঢেলে দেয় এবং ফাইপেন দিয়ে মাথায় বাড়ি মারে। এরপর অসুস্থ অবস্থায় ঐ অঙ্গনওয়াড়ি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে সাহেবগঞ্জ সি ডিপিও কে ডেপুটেশন জমা দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।কোচবিহার জেলার AIUTUC জেলা কনভেনার পম্পা চৌধুরী জানান " অবিলম্বে অপরাধিকে গ্রেপ্তার করতে হবে।না হলে এর থেকে বৃহৎ আন্দোলন করতে আমরা বাধ্য হবে। "
এ প্রসঙ্গে দিনহাটা ২নং ব্লক সি ডিপিও দূর্লভ মন্ডল জানান, "ইতিমধ্যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমি আমাদের অঙ্গনওয়ারি কর্মীদের পাশে আছি। "
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊