ভগ্নাদশায় যাত্রী প্রতীক্ষালয়
আগাছায় জরাজীর্ণ ভগ্নাদশায় ১৪ নং জাতীয় সড়কের জাম্বনী যাত্রী প্রতীক্ষালয় । ১৯৯৭ সালে জাতীয় সড়কের পাশে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের নিকট এই যাত্রী প্রতীক্ষালয়টি গড়ে উঠে । সেই প্রতীক্ষালয়টি সংস্কারের অভাবে এখন পুরো পরিকাঠামো ভগ্নাদশায় পরিনত হয়েছে । যাত্রী প্রতীক্ষালয়ে সমস্যায় পড়ছেন বাস ধরতে আসা যাত্রীরা।বছরের পর বছর পেরিয়ে গেলেও হয়নি মেরামতি ।
বর্তমানে ভগ্নাদশায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে অবস্থিত জাম্বনী যাত্রী প্রতীক্ষালয় । চারপাশে গজিয়ে উঠেছে আগাছা । চিনপাই থেকে সিউড়ি যাওয়ার পথে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে অবস্থিত জাম্বনী বাসস্ট্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ । জাম্বনী স্টপেজ থেকে বেসরকারি বাসের সঙ্গে রঘুনাথগঞ্জ, ধুলিয়ান, ফরাক্কা, মালদা, বাঁকুড়া, বহরমপুর, দুর্গাপুর, কলকাতা, পুরুলিয়া, আসানসোল, মেদিনীপুর ও উত্তরবঙ্গের বালুরঘাট সহ একাধিক রুটের সরকারি বাস ধরে গন্তব্যস্থলে যায় বাসযাত্রীরা।
কিন্তু সেই প্রতীক্ষালয়টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে । প্রচন্ড চড়া রোদে কিংবা ঝড়বৃষ্টির সময় সমস্যায় পড়ে বাস যাত্রীরা । অবিলম্বে যাত্রী প্রতীক্ষালয়টি সংস্কার করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊