প্রেমিকের সঙ্গে গেমস ভিলেজের বাইরে রাত কাটিয়ে অলিম্পিক্স থেকে বহিষ্কৃত ব্রাজিলিয়ান সাঁতারু

Swimmer Ana


অলিম্পিক্সের নিয়ম ভেঙেছেন ব্রাজিলের মহিলা সাঁতারু অ্যানা ক্যারোলিনা ভিয়েইরা। জানা গেছে কাউকে না জানিয়েই শুক্রবার গেমস ভিলেজের বাইরে চলে গিয়েছিলেন তিনি এমনকি জানাননি কাউকেও। ফেরেননি রাতেও। তাঁর এই আচরণে ক্ষুব্ধ ব্রাজিলের অলিম্পিক্স কর্তারাও।

অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড় চাইলে গেমস ভিলেজের বাইরে থাকতে হলে আগে থেকে অনুমতি নিতে হয়। আবার কোনও খেলোয়াড় গেমস ভিলেজে থাকলে প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত বাইরে কোথাও থাকতে পারেন না। কোনও প্রয়োজনে বাইরে যেতে হলে, অনুমতি নিতে হয়। ঠিক এই নিয়মই ভেঙেছেন ব্রাজিলের মহিলা সাঁতারু।

২২ বছরের অ্যানার প্রেমিক গ্যাব্রিয়েল স্যান্তোস, তিনিও ব্রাজিলের হয়ে অলিম্পিক্সে এসেছেন। ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে শুক্রবার ব্রাজিলের এই রিলে দল প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। তার পর ভিলেজ ছাড়েন গ্যাব্রিয়েল এবং তাঁর সতীর্থেরা। তাঁদের সাথে কাউকে কিছু না জানিয়ে অলিম্পিক্স ভিলেজ ছাড়েন অ্যানাও। আর তারপর ফেরেননি রাতেও।

অ্যানা নিজের ইভেন্টের হিটে দ্বাদশ স্থান পেয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু তাঁর এই ভুলের কারণে তাঁকে অলিম্পিক্স থেকে বহিষ্কার করা হয়েছে। বাকি প্রতিযোগিতায় তিনি আর অংশগ্রহণ করতে পারবেন না। ইতিমধ্যে তাঁকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।