অলিম্পিক্স থেকে ছিটকে গিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় বোপান্নার

Bopanna



অলিম্পিক্স থেকে ছিটকে গিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় বোপান্নার। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতীয় হয়ে প্রতিনিধিত্ব করা প্রবীণতম অলিম্পিয়ান বোপান্না। প্রচুর প্রত্যাশা ছিল, কিন্তু প্যারিস অলিম্পিক্সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন তিনি।

গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। প্যারিস অলিম্পিক্সে ডাবলসে রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে হেরে বোপান্নার অলিম্পিক্স অভিযান শেষ হয়। এরপরেই কেরিয়ারের সব থেকে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতের হয়ে তাঁকে আর প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না।

তিনি বলেন, 'এটা দেশের হয়ে আমার শেষ টুর্নামেন্ট ছিল। আমি বর্তমানে নিজের কেরিয়ারে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, সেই বিষয়ে আমি অবগত এবং আগামীদিনে যতটা সম্ভব টেনিস সার্কিটে নিজের খেলাটাকে উপভোগ করব। বর্তমানে আমি যেখানে রয়েছি, সেটাই আমার জন্য বাড়তি। কোনওদিন ভাবিনি যে ভারতের হয়ে দুই দশক প্রতিনিধিত্ব করতে পারব। ২০০২ সালে আমার অভিষেক ঘটানোর ২২ বছর পরেও দেশের হয়ে খেলতে নামব। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়।'