জাতীয় সড়কে ঘটে পথ দুর্ঘটনা,মৃত এক যুবক

Assansol


আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত লছমনপুর বজরংবলী কাঁটার সামনে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে পথদুর্ঘটনা।জানা যায় সঞ্জিত মুর্মু (২৪) লছমনপুর গ্রামের বাসিন্দা রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে থাকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ঐ যুবক।


ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।কর্তব্যরত চিকিৎসক ঐ যুবক কে মৃত ঘোষণা করে।জানা যায় আসানসোল দিক থেকে ধানবাদ গামী রাস্তায় ঘটে পথদুর্ঘটনাটি।যদিও ঐ যুবক কে ধাক্কা মারার পর চারচাকা গাড়িটি আরো একটি মোটর বাইককে ধাক্কা মারে বলে জানা যায়।


মোটর বাইকে দুজন ছিলো তাঁদের কেউ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।যদিও পুলিশ ঘাতক চারচাকা গাড়িটি আটক করে।ঘটনার পর প্রায় ৩০মিনিট ১৯ নম্বর জাতীয় সড়ক লছমনপুর বজরংবলী কাটা সংলগ্ন ধানবাদ গামী জাতীয় সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।


ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।প্রায় ৩০মিনিট রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়।