Nisith Pramanik: চিকিৎসা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের পাশে নিশীথ প্রামাণিক

nisith pramanik



কোচবিহার :

লোকসভা ভোটে হেরেও তিনি মানুষের পাশে মানুষের সাথেই আছেন। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে কোচবিহার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ,তথা প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক এর বাসভবনে জনতার দরবার অনুষ্ঠিত হলো। যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন।

মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম সমস্যায় আর্থিক সহযোগিতার জন্য এদিন সাধারণ মানুষ ভেটাগুড়িতে নিশীথের বাড়িতে হাজির হন। এদের মধ্যে কেউ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আবার কারো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এর প্রয়োজন। তাদের দিল্লিতে AIIMS সহ বিভিন্ন নামি দামি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন নিশীথ প্রামাণিক। তৎক্ষণাৎ সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।

নিশীথ প্রামাণিক এই বিষয়ে বলেন, "সাংসদ থাকাকালীন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে দিল্লি AIIMS-এ চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। এটা নতুন কিছু নয়। লোকসভা ভোটে হেরে গেছি জন্য মানুষের থেকে দূরে চলে যাব এমনটা নয়। আমি সব সময় মানুষের পাশে আছি। বর্তমান সময়েও দিল্লি AIIMS সহ দেশের উচ্চ মানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। এখন থেকে জনতার দরবার চলতেই থাকবে, জেলার মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা জানাতে পারেন,আমি যথাসাধ্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।"