Dooars: ডুয়ার্সে নতুন ট্রেন ও বিভিন্ন স্টেশনে স্টপেজের দাবীকে গুরুত্ব লোকসভার সদস্যের
Dooars: ভিস্তা ডোম, বন্দে ভারত ছুটে চলায় বাড়ছে পর্যটকদের ভিড়, ডুয়ার্সে নতুন ট্রেন ও বিভিন্ন স্টেশনে স্টপেজের দাবীকে গুরুত্ব লোকসভার সদস্যের।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আবার নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটি ছুটছে বন্দে ভারত, রয়েছে পর্যটক স্পেশাল ভিস্টা ডোম সহ কাঞ্চন কন্যা, এবং কাঞ্চন জঙ্ঘার মতো ট্রেনের যাতায়াত, তবে নেই পর্যটক এবং ডুয়ার্সের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ গুলোর দাবী মতো চালসা, নিউ মাল, বা প্রাচীন স্টেশন দোমহনি দিয়ে নামিদামি দূর পাল্লার ট্রেনের যাতায়াত ও স্টপেজ।
সম্প্রতি এই দাবীটি উঠে এসেছে ডুয়ার্সে পর্যটন ব্যাবসার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বিভিন্ন প্লাটফর্ম গুলো থেকে, যার মধ্যে ছোটো গাড়ীর ব্যাবসায়ী থেকে রয়েছে টুরিস্ট গাইড এবং বেসরকারী হোম স্টে থেকে রিসোর্ট মালিকদের সংগঠন।
যদিও ডুয়ার্সকে আরও পর্যটক মুখি করে তুলত পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন স্তর থেকে উঠে আসা দাবীকে একশো শতাংশ মান্যতা দিচ্ছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকসভা সদস্য তথা ডুয়ার্সের ভুমি পুত্র ডাঃ জয়ন্ত কুমার রায় ।
এই প্রসঙ্গে তিনি জানান, এই বিষয়টিকে খুবই গুরুতের সঙ্গে ইতোমধ্যেই রেল সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রকের সামনে তুলে ধরা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊