নকশালবাড়ির গোসাইপুরে ৩৭তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা
অজন্তা সরকার, নকশালবাড়ি: উত্তরবঙ্গের লোকসংস্কৃতির অন্যতম ধারক ভাওয়াইয়া সঙ্গীতকে পুনরুজ্জীবিত করতে গত ৯ই জানুয়ারি, ২০২৬ তারিখে নকশালবাড়ি ব্লকের গোসাইপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো ৩৭তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ এবং নকশালবাড়ি উন্নয়ন ব্লকের যৌথ উদ্যোগে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এদিন বিকেল তিনটে নাগাদ নকশালবাড়ির বিদ্যাসাগর স্কুলের নিকটবর্তী মাঠে একটি নবনির্মিত 'মুক্ত মঞ্চ'-এর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই প্রতিযোগিতায় কোচবিহার, জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে বহু প্রতিভাবান ভাওয়াইয়া শিল্পী অংশগ্রহণ করেছিলেন। প্রায় দু-ঘণ্টা ব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী কামেশ্বর রায় এবং সুনীল অধিকারী। লোকসঙ্গীতের এই ধারাটিকে মূলস্রোতে ফিরিয়ে আনাই ছিল এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানটিতে শোভাবর্ধন করেছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য মহকুমা পরিষদের ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়, নকশালবাড়ি ব্লকের সভাপতি আনন্দ ঘোষ, গোসাইপুরের অঞ্চল প্রধান রিতা সিংহ ও উপ-প্রধান অমৃত লাল রায়, আমরা জ্যোতি জাগৃতি সঙ্ঘের ক্লাব সভাপতি রঞ্জিত বর্মণ সহ অন্যান্যরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊