লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে লক্ষী পূজা করল তৃণমূল কংগ্রেস কর্মীরা

laxmir bhandar



মর্নেয়া টু এলাকায় রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে লক্ষী পূজা করল তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বৃহস্পতিবার রাত আটটা নাগাদ বুড়িরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই লক্ষী পূজা। এদিনের এই পূজায় সংশ্লিষ্ট ওই এলাকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক বর্মন, চেয়ারম্যান মদন বর্মন, বিমল বর্মন, বনমালী বর্মন, গৌতম বর্মন ও অন্যান্যরা।

এদিনের এই লক্ষী পূজা সম্পর্কে বলতে গিয়ে এক মহিলা তৃণমূল কর্মী জানান তারা খুবই খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পে প্রথমে ৫০০ টাকা পেতেন এখন তারা ১০০০ টাকা পাচ্ছেন তাই তারা এই লক্ষী পূজার আয়োজন করেছেন।

মহিলা তৃণমূল কর্মীরা আরও বলেন আগামীদিনে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও টাকা বাড়ান তবে তারা আরো বড় করে পূজা করবেন।