Team INDIA: অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল ভারতীয় দল
দীর্ঘ ১১ বছরের অপেক্ষা! দেশের মাটিতে আসেনি বিশ্বকাপ (World Cup)। ঘরের মাটিতে ভারতের বিশ্বকাপ হাত ছাড়ার আক্ষেপ ছিলো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। তবে সমস্ত অপেক্ষা আর আক্ষেপ এর অবসান ঘটিয়ে ভারতকে বিশ্বকাপ এনে দিল টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল রোহিত শর্মা (Rohit Sharma) -র দল।
তবে বিশ্বকাপ জিতলেও, হারিকেনের কাছে হার মানতে হয়েছিল রোহিত-বিরাটদের (Virat Kohli)। ঘূর্ণিঝড় বেরিলের কারণে বার্বাডোজেই আটকে ছিলেন রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া।
অবশেষে বিশ্বজয় করে দেশে ফিরলেন ঘরের ছেলেরা। গতকাল, ভারতীয় দলকে দেশে ফেরাতে বার্বাডোজে পৌঁছেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। তাতে চেপেই বৃহস্পতিবার সকালে দেশের মাটি ছুঁল মেন ইন ব্লু।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমান বন্দর ছাড়ে টিম ইন্ডিয়ার বাস। বিমানবন্দরেই ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন বিরাট কোহলিরা। এরপর টিম বাসে চেপে হোটেলের দিকে রওনা দেন তাঁরা।
You know you have achieved one of the best feats in the world when you not only get a grand welcome back to the motherland at #DelhiAirport but PM @NarendraModi himself would personally meet you during the day. After all, the boys are bringing the T20 trophy back home after 17… pic.twitter.com/LSgrJOPgxm
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊