Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইস্তফা দিয়ে দিলেন চম্পই সোরেন, ফিরছেন হেমন্ত?

ইস্তফা দিয়ে দিলেন চম্পই সোরেন, ফিরছেন হেমন্ত?

Champai Soren


জেল থেকে মুক্তি পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আর তার ঠিক পরেই মুখ্যমন্ত্রী পদে থেকে পদত্যাগ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। হেমন্ত সোরেন জেলে যাওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন হেমন্ত ঘনিষ্ঠ চম্পাই সোরেন। বুধবার সন্ধ্যায় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চম্পই সোরেন। তার পরেই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত।


সূত্রের খবর, জেএমএম পরিষদীয় দলের বৈঠকে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদে ফেরানোর প্রস্তাব পাশ হয়। যদিও সূত্রের দাবি চম্পাই সোরেন এই সিদ্ধান্তে একটু নারাজ হলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ইস্তফা দিলেন। বর্তমানে জেএমএমের শীর্ষপদে রয়েছেন হেমন্তের বাবা শিবু সোরেন। হেমন্ত দলের কার্যকরী সভাপতি পদে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত সোরেন। 


গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ইডির হাতে গ্রেফতার হন তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতারির আগে নিজের পদ থেকে পদত্যাগ করেন হেমন্ত। এরপর চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী করে দল। পাঁচ মাস মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলালেন চম্পাই সোরেন। এদিকে পাঁচ মাস পর গত ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশে মুক্তি পান হেমন্ত। 


২০০৫ সাল থেকে টানা চার বারের এই জেএমএম বিধায়ক গোটা সিংভূম অঞ্চলের প্রভাবশালী নেতা চম্পাই সোরেন। সেরাইকেলা-খরসঁওয়া জেলার সেরাইকেলা আসনে থেকে জয়ী হয়েছেন তিনি। হেমন্তের বিদায়ী মন্ত্রিসভার পরিবহণ মন্ত্রীর পদে ছিলেন চম্পই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code