ICC Ranking-এ অলরাউন্ডারে শীর্ষে হার্দিক, ব্যাটিং-এ দ্বিতীয় সূর্য

Hardik and Surya


সদ্য শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট টিম। আর তারপরেই নিজেদের অবসর ঘোষণা করেছেন তিনি সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন হার্দিক পান্ডিয়াও। ফাইনালের শেষ ওভারে বল হাতে নিজেকে মেলে ধরেছেন পাণ্ডিয়া।

এরপর, আইসিসির টি২০ অলরাউন্ডার ক্রম তালিকায় দেখা গেল চমক। আইসিসি টি২০ অলরাউন্ডার ক্রম তালিকায় শীর্ষে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপজয়ী ভারতীয় দলে রোহিত শর্মার ডেপুটি ছিলেন হার্দিক। আইসিসির ক্রম তালিকায় দুই ধাপ উপরে উঠে ২২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছের হার্দিক। তারপরেই ২২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কান অলরাউন্ডার হাসরাঙা ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টোনিস।

তবে আইসিসির বোলিং ক্রম তালিকায় প্রথম তিনে নেই কোনো ভারতীয়। সপ্তম স্থানে রয়েছে অক্ষর। বোলিং-র শীর্ষে আদিল রশিদ। আবার ব্যাটিং তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ব্যাটার সূর্য কুমার যাদব। ৮৩৮ পয়েন্ট নিয়ে রয়েছে সূর্য। শীর্ষে অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড।