একাধিক রাজ্যের রাজ্যপাল বদল করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
দেশের একাধিক রাজ্যের রাজ্যপাল বদল করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে পাঞ্জাবের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের প্রশাসক বানোয়ারি লালের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম(President Droupadi Murmu)। তাঁর জায়গায় অসমের রাজ্যপাল গুলাব চন্দ্র কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
রাজস্থানে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে হরিবাহু কিষানরাও বাগদে।তেলেঙ্গানার রাজ্যপাল পদে জিষ্ণু দেব বর্মা। সিকিমে ওমপ্রকাশ মাথুর ও ঝাড়খণ্ডে সন্তোষ কুমার গাঙ্গওয়ার। রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত রাজ্যপালরা যেদিন তাঁদের নতুন অফিসের দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকরী হবে।
দেখে নেওয়া যাক এক নজরে কোন কোন রাজ্যের রাজ্যপাল কাকে নিযুক্ত করা হল:
রাজস্থানের রাজ্যপাল নিযুক্ত হলেন হরিভাউ কিষানরাও বাগদে।
তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত হলেন জিষ্ণু দেব ভার্মা।
সিকিমের রাজ্যপাল নিযুক্ত হলেন ওম প্রকাশ মাথুর।
সন্তোষ কুমার গঙ্গওয়ারকে ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।
ছত্তিশগড়ের রাজ্যপাল নিযুক্ত হলেন রমেন ডেকা।
মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হলেন সি এইচ বিজয়শঙ্কর।
সি.পি. ঝাড়খণ্ডের গভর্নর রাধাকৃষ্ণনকে তেলেঙ্গানার অতিরিক্ত দায়িত্ব দিয়ে মহারাষ্ট্রের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আসামের গভর্নর গুলাব চাঁদ কাটারিয়া, পাঞ্জাবের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসেবেও নিযুক্ত হয়েছেন।
সিকিমের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্যকে আসামের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং মণিপুরের গভর্নরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊