Latest News

6/recent/ticker-posts

Ad Code

জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন পিভি সিন্ধু

জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন পিভি সিন্ধু

PV Sindhu


জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মলদ্বীপের ফতিমাথ মাবাহাকে ২১-৯ ও ২১-৬ ব্যবধানে হারালেন সিন্ধু।

অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী প্রথম ম্যাচে জয় পেলেন ২৯ মিনিটে। সিন্ধু শক্তিশালী স্ম্যাশের জবাব দিতে পারেননি মলদ্বীপের ব্যাডমিন্টন খেলোয়াড় মাবাহা। ১৩ মিনিটে ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে কোনও সুযোগ দেননি। ১৪ মিনিটে ২১-৬ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় গেম।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা। জয়ের পর সিন্ধু বলেন, " আমার কাছে অনুশীলনের মতো ছিল এই ম্যাচ। প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। কোর্টে কিছু ক্ষণ সময় কাটালাম। বড় প্রতিযোগিতার শুরুতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এ রকম ম্যাচ গুরুত্বপূর্ণ। ফতিমাথও ভাল লড়াই করার চেষ্টা করেছে। প্রকাশ পাডুকোন স্যর সব সময় পাশে থাকেন। ওঁর পরামর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code