জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন পিভি সিন্ধু
জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মলদ্বীপের ফতিমাথ মাবাহাকে ২১-৯ ও ২১-৬ ব্যবধানে হারালেন সিন্ধু।
অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী প্রথম ম্যাচে জয় পেলেন ২৯ মিনিটে। সিন্ধু শক্তিশালী স্ম্যাশের জবাব দিতে পারেননি মলদ্বীপের ব্যাডমিন্টন খেলোয়াড় মাবাহা। ১৩ মিনিটে ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে কোনও সুযোগ দেননি। ১৪ মিনিটে ২১-৬ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় গেম।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা। জয়ের পর সিন্ধু বলেন, " আমার কাছে অনুশীলনের মতো ছিল এই ম্যাচ। প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। কোর্টে কিছু ক্ষণ সময় কাটালাম। বড় প্রতিযোগিতার শুরুতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এ রকম ম্যাচ গুরুত্বপূর্ণ। ফতিমাথও ভাল লড়াই করার চেষ্টা করেছে। প্রকাশ পাডুকোন স্যর সব সময় পাশে থাকেন। ওঁর পরামর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊