Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানু ভাকের ব্রোঞ্জ জয় দিয়ে অলিম্পিক্সে পদকের খাতা খুললো ভারত

মানু ভাকের ব্রোঞ্জ জয় দিয়ে অলিম্পিক্সে পদকের খাতা খুললো ভারত

Manu Bhaker


অলিম্পিক্সে ভারতের হয়ে পদক জিতলেন মানু ভাকের। আর এই পদক দিয়েই পদক প্রাপ্তির পথ শুরু করলো ভারত। প্যারিস অলিম্পিক্সে  শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মানু ভাকের। ২২১.৭ স্কোর করে ফাইনালে তৃতীয় স্থান অধিকার করে নিলেন মানু। 


ভারতের প্রথম মহিলা শ্যুটার যিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতলেন। বক্সিং আর কুস্তির জন্যই বিখ্যাত হরিয়ানার ঝাজ্জরে জন্ম তাঁর। প্রথম দিকে বক্সিং ও কুস্তিতে মন দিলেও ১৪ বছর বয়সে শ্যুটিং ভালোবেসে শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। এবার প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন তিনি। 



সোনা ও রুপো জিতলেন কোরিয়ার ২ শ্যুটার। ২১ তম শটের শেষে ০.১ পয়েন্টে এগিয়ে দু'নম্বরে ছিলেন মনু। ২২ তম শটে ১০.৩ স্কোর করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্যুটার ১০.৫ স্কোর করে মনুকে টপকে যান। সোনাজয়ী কোরিয়ার শ্যুটার ওহ ইও জিন ২৪৩.২ স্কোর করেন। যা অলিম্পিক্সের মঞ্চে বিশ্বরেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ার কিম ইয়ে জি ২৪১.৩ স্কোর করেন। 


প্রসঙ্গত, মানু ২০১৮ কমনওয়েলথ গেমস ও ২০২২ এশিয়ান গেমসেও ১০ মিটার এয়ার পিস্তলে জেতেন সোনা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code