ডেঙ্গুর থাবা এবার দুর্গাপুরে! আক্রান্ত ৪, বাড়ছে উদ্বেগ

Dengue



দুর্গাপুর :

ডেঙ্গুর থাবা এবার দুর্গাপুরে! আক্রান্তের সংখ্যা চার, হাসপাতালে ভর্তি দুজন। দু জন সুস্থ হয়ে উঠলেও পুর পরিষেবা নিয়ে ক্ষোভ আমরাই গাজীপাড়া স্থানীয়দের।

বর্ষা শুরুর লগ্নে এবার ডেঙ্গির থাবা দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগম সূত্রে খবর আক্রান্তর সংখ্যা চার, এর মধ্যে দু জন সুস্থ হয়ে গেলেও বাকি দু জন ভর্তি হাসপাতালে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছেন এক জন। এরা সবাই ভিন রাজ্যে গিয়েছিলেন। দুর্গাপুর ফিরে জ্বর মাথা ব্যাথার উপসর্গ শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন। তবে গত দু দিন আগে দুর্গাপুরের আমরাইয়ের গাজী পাড়ার বছর তিরিশের এক তরুণ ভেলোরে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন, মাস খানেক থাকার পর দুর্গাপুর ফিরতেই জ্বর মাথা ব্যাথার উপসর্গ শুরু হয়, প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

দুর্গাপুর নগর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাই এর গাজীপাড়া অঞ্চলে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়লো জমা জলে মশার লার্ভার ছবি।

স্থানীয়দের অভিযোগ, ড্রেন ভাঙা, নিয়মিত পরিষ্কার হয়না, নোংরা আবর্জনার স্তুপ হয়ে থাকলেও দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে এক বার কখনো দু মাসে একবার আসেন পরিষ্কার করতে, এতে বিপদ আরো বাড়বে বলে জানান স্থানীয়রা।

যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলি সদস্য রাখি তেওয়ারির দাবি আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি তবে নিকাশি সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান, সব রকম পরিস্তিতির জন্য তৈরি রয়েছেন তারা।

তবে বর্ষার শুরুর লগ্নে ডেঙ্গির থাবা এবার দুর্গাপুরে পড়াতে স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকাবাসী।