Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ! কান কাটলো এক কলেজ পড়ুয়ার

কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ! কান কাটলো এক কলেজ পড়ুয়ার

College students


বালুরঘাট:

কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটলো এক কলেজ পড়ুয়ার। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট কোয়েড কলেজে। ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের প্রায় পাঁচজন কলেজ পড়ুয়া। 


জানা যায়, মঙ্গলবার কলেজের থার্ড ইয়ারের পড়ুয়ারা হিলি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল। যেখান থেকে ফিরবার সময় বাসের মধ্যে এক কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে বচসা বাধে বেশ কিছু ছাত্রদের মধ্যে বলে অভিযোগ। এদিন যে ছাত্রদের মধ্যে একজন কলেজে আসতেই তার উপর বাশ নিয়ে চড়াও হয় কলেজের বেশকিছু ছাত্ররা। যে ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে তৃতীয় বর্ষের এক কলেজ পড়ুয়া। যাকে ঘিরেই তুমুল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। 


যদিও আহত কলেজ ছাত্রর দাবি, শুধুমাত্র ছাত্রদেরই পরীক্ষার সিট পড়েছিল হিলি কলেজে। যেখানে ছাত্রীদের কোন ব্যাপারই নেই। মিথ্যে এধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচামা দিতে চাইছে। বাসের মধ্যে কিছু ছাত্রের উশৃঙ্খলপনার প্রতিবাদ জানানোর কারনেই তার উপর এমন চড়াও হয়েছিল তারা।
 

যদিও কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডুর দাবি, সেধরনের বড় কোন ঘটনা ঘটেনি। তার কাছে এনিয়ে কোন অভিযোগ ও আসেনি। কিছু ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাদের বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code