UK Election Results : হার মানলেন সুনক, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন স্টিমার

UK Election Results


ব্রিটেনের ভোটে লেবার পার্টির সামনে ধরাশায়ী কনজারভেটিভরা। ১৪ বছর পর পালাবদলের পথে ব্রিটেন। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হয়েছে ব্রিটেনে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে গণনা। শুক্রবার সকালেই স্পষ্ট হয়ে যায় পালাবদল হতে চলেছে ব্রিটেনে।

ভোটের ফলের ট্রেন্ড দেখে হার স্বীকার করে নেন ঋষি সুনক। প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির স্টার্মারকে শুভেচ্ছা জানিয়ে সুনক বলেন, ব্রিটেনের মানুষ খুব স্পষ্ট জনাদেশ দিয়েছেন। নির্বাচনের ফলাফল থেকে অনেক কিছু শিখতে হবে। এই নিয়ে বিস্তারিত ভাবনা চিন্তা করা দরকার। সুনাক ইতিমধ্যেই জানিয়েছেন, ফলপ্রকাশের পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীত্ব ছাড়বেন তিনি।

জয় নিশ্চিত বুঝে স্টার্মার জাতির উদ্দেশে বলেন ' আমাদের রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনতে হবে, দেখাতে হবে যে রাজনীতি মানুষের ভাল করার জন্য এক শক্তি। '